Advertisement

Responsive Advertisement

দত্তক গ্রহণে সচেতন জনগণকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিংকু রায়ের




আগরতলা, ১০ ডিসেম্বর : শিশু দত্তক গ্রহণে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়। বুধবার প্রজ্ঞা ভবনে দত্তক গ্রহণ সচেতনতা মাস উদযাপন উপলক্ষে আধিকারিক ও অভিভাবক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 
ডিসেম্বর মাসটি গোটা দেশে দত্তক গ্রহণ সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে বিভিন্ন সেমিনার এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বছরে মতো আবারো রাজ্যে দত্তক গ্রহণ সচেতনতা মাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়। সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়। এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় জানান, দত্তক গ্রহণে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আলোচনায় দত্তক নিতে গেলে কি ধরনের পলিসি গ্রহণ করা হয় সে সম্পর্কে আধিকারিকরা বিস্তারিত আলোচনা করবেন। মন্ত্রী জানান, রাজ্যে মোট ৪৪টি হোম রয়েছে। এতে প্রায় এক হাজারের কাছাকাছি বাচ্চা রয়েছে। মন্ত্রী বলেন,আজ যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি তখন বাচ্চারা কেন হোমে থাকবে। আমরা চাই মানুষ যেন এই বিষয়ে সচেতন হন। বাচ্চা দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। এই ক্ষেত্রে জনগণকে উৎসাহ দিতেই এই অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়।
এদিন সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় আরো জানান, দত্তক নেওয়ার বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে। এই আইনটি কিছুটা কঠিন। সারা দেশে দত্তক নিতে একটি সিঙ্গেল পোর্টালে আবেদন করতে হয়। মন্ত্রী আরো জানান, হোমগুলিতেও বাচ্চাদের থাকা-খাওয়া, পড়াশোনা ইত্যাদির জন্য বেশ কিছু নিয়ম-নীতি রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ