Advertisement

Responsive Advertisement

কর্মচারীদের দাবি-দাওয়ার সমর্থনে রাজধানীতে টিআরকেএস'র দৃপ্ত মিছিল




আগরতলা, ২৩ নভেম্বর : রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিকে সামনে রেখে রবিবার রাজধানীর রাজপথে মিছিল সংঘটিত করলো ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
রাজ্যের শিক্ষক এবং কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের স্বপক্ষে রবিবার রাজধানীর রাজপথে মিছিল সংঘটিত করলো টিআরকেএস তথা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। এদিন রাজ্য পুলিশের প্রধান কার্যালয় সংলগ্ন টি আরকেএস-এর প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে শিক্ষক এবং কর্মচারীরা বিভিন্ন দাবির প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এই মিছিল প্রসঙ্গে টিআরকেএস নেতৃবৃন্দ জানান, দেশের প্রায় সব রাজ্যেই রাজ্য সরকারগুলো শিক্ষক এবং কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রমের কাছাকাছি বেতন ক্রম প্রদান করছে। কিন্তু কেরল, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই তিন রাজ্যে বেতনের ফারাক রয়েছে। রাজ্যে সপ্তম বেতন ক্রম চালু করা হয়েছে ঠিকই। কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন অ্যালাউন্স এখনও প্রদান করা হয়নি। নেতৃবৃন্দ আরো জানান, এই মিছিল থেকে আমরা রাজ্য সরকারের নিকট দাবি করছি, অবিলম্বে রাজ্যে অষ্টম বেতন কম লাগু করতে হবে। বকেয়া ২২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এডহক প্রমোশনকে নিয়মিত করন করতে হবে। সুষ্ঠু বদলি নীতি লাগু করতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো রাজ্যের কর্মচারীদেরও ২৫ লক্ষ টাকা গ্রেচুইটি প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।
এদিন প্রচুর সংখ্যক শিক্ষক এবং কর্মচারীরা এই মিছিলে যোগদান করেন। টি আর কে এস-এর এই মিছিলকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে রাজধানীতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও মিছিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।এই মিছিল থেকে অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার স্লোগান তোলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ