আগরতলা, ২৩ নভেম্বর : এক কুখ্যাত নেশা কারবারের হোম ডেলিভারি বয়কে জালে তুলল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম সুমন দাস। ধৃত অভিযুক্ত স্কুটি নিয়ে বটতলা ও আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে নেশা দ্রব্য বিক্রি করতো।
নেশা কারবারিরা নেশা বিক্রির জন্য হোম ডেলিভারি বয় বানিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরেই রাজধানীতে বাইক এবং স্কুটি চালিয়ে নেশা কারবারের এই হোম ডেলিভারি বয়রা বিভিন্ন এলাকায় এবং বাড়িঘরে নেশা সামগ্রী বিক্রি করে আসছে। এমনই এক হোম ডেলিভারি বয়'র নাম সুমন দাস। রাজধানীর বটতলা, জয়পুর ও জয়নগর প্রভৃতি এলাকায় সুমন দাস স্কুটি দিয়ে ইয়াবা ট্যাবলেট এবং ড্রাগস বিক্রি করতো। গোপন সংবাদে এই খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এবং বটতলা ফাঁড়ি পুলিশ আধিকারিক শুভদীপ দেব একটি এসআইটি গঠন করে। গত চারদিন ধরে সুমন দাস'র নাগাল পাওয়ার চেষ্টা করে পুলিশ। অবশেষে শনিবার সন্ধ্যারাতে রাজধানীর জয়নগর এবং জয়পুরের মধ্যবর্তী এলাকা থেকে সাদা পোশাকে অভিযান চালিয়ে পুলিশ কুখ্যাত সুমন দাসকে জালে তুলতে সমর্থ হয়। তার স্কুটি থেকে নয় গ্রাম হেরোইন এবং ৩৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এনডিপিএস আইনে মামলা হাতে নিয়ে পুলিশ তাকে শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ চালায়।তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানিয়েছেন।
এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে যুক্ত সহযোগীদের নাম ধাম জানা হবে ।পরবর্তী সময়ে এই সহযোগীদেরও জালে তোলার চেষ্টা করবে পুলিশ। সদর এসডিপি ও আরো জানান, পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।
0 মন্তব্যসমূহ