Advertisement

Responsive Advertisement

এডহক প্রমোশনকে নিয়মিত করায় সরকারকে ধন্যবাদ রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ'র




আগরতলা, ২৪ নভেম্বর: এডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করার যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে এর ফলে রাজ্যজুড়ে কর্মচারী মহলে খুশির আবহাওয়া। বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ'র ত্রিপুরা প্রদেশ কমিটিও। সোমবার মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ'র ত্রিপুরা প্রদেশ কমিটির তরফে এদিন সন্ধ্যায় দ্রুত এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয় এই সিদ্ধান্ত গ্রহণের জন্য। 
সংঘের তরফে জানানো হয় ১৪ দফা দাবিকে সামনে রেখে গত ১৯ নভেম্বর রাজ্য সরকারের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছিল এডহক প্রমোশনের বিষয়টি। এ বিষয়ে আলোচনা করেছিলেন সংগঠনের সভাপতি দীপেন ভৌমিক। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলন থেকে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ'র সভাপতি দীপেন ভৌমিক বলেন, সরকার সেদিনের সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারা মানুষের কল্যাণে কাজ করছেন। সেইসঙ্গে আসা ব্যক্ত করা হয় খুব দ্রুত তাদের বাকি দাবিগুলো পূরণে সরকার পদার্থের ভূমিকা পালন করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ