আগরতলা, ১৫ নভেম্বর: পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা ডুকলি ব্লকের অন্তর্গত সূর্যমনি নগর হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে। সকাল ও সন্ধ্যায় দুই পর্বে এই অনুষ্ঠান হবে। সকালে বর্ণময় রেলি সহ বিভিন্ন অনুষ্ঠান হবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা প্রায় ৫০টি বিজ্ঞানের মডেল উপস্থাপন করবে । সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন সূর্যমনি নগর কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্নরা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত। জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা থেকে বাছাই করা ছাত্র ছাত্রীরা রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলায় অংশ নিতে পারবে।
0 মন্তব্যসমূহ