Advertisement

Responsive Advertisement

অশালীন মন্তব্যের দায়ে আটক মাধবীকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠালেন আদালত



আগরতলা, ২৭অক্টোবর : তদন্তের স্বার্থে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসের তিনদিনের পুলিশ রিমান্ড দূর করলেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করার নামে প্রথমে অশ্লীল কাপড় পড়ে আপত্তিকর কথাবার্তা এবং পরবর্তী সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা রটানোর অভিযোগে মাধবী বিশ্বাস এক মহিলাকে রবিবার আটক করে পুলিশ। 
সোমবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত মহিলাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিন আদালতের তোলা হবে এই খবর পেয়ে সকাল থেকেই আদালত চত্বর ছিল জনতার ভিড়ে মুখরিত। পুলিশের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাকর্মীদের নামে অশালীন ভাষায় কথা বার্তা বলছিলো, এই অভিযোগে তার বিরুদ্ধে একাধিক থানায় একাধিক মামলা করা হয়। তবে ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
শুনানির সময় আদালত কক্ষে ছিল কড়া নিরাপত্তা। মাধবীর চারপাশে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা। শুনানি শেষে দুপুরের দিকে আদালত কক্ষ থেকে বের করে তাকে আবারো পুলিশ ভ্যানে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মাধবী বিশ্বাস ওরফে মুনমুনকে আদালতে তোলা হলে আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনাকে কেন্দ্র করে মাধবীর বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, মামলাটি আরও বড় পরিসরে তদন্ত হওয়া প্রয়োজন। মাধবীর এই সমস্ত ও শালীন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হোন বুদ্ধিজীবী মহল এবং বিশেষ করে সচেতন মহিলারা। তারাই পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানায় একাধিক মামলা করেছেন। 
আইনি বিশেষজ্ঞদের মতে, মামলাটি যদি প্রমাণিত হয়, তবে মাধবীর বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে। আগামী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ