Advertisement

Responsive Advertisement

সরকার সকল মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করছে, উদয়পুরে বললেন মন্ত্রী রতন লাল নাথ



আগরতলা, ২৭ অক্টোবর: সোমবার একই দিনে গোমতি জেলার অন্তর্গত উদয়পুরে একাধিক উন্নয়ন মূলক কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 
এদিন প্রথমে রাজারবাগ এলাকায় দ্বিতল বিশিষ্ট নবনির্মিত কৃষি মার্কেট স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রথমে ফলক উন্মোচন ও ফিতা কেটে মার্কেট স্টলের সূচনা করেন। এরপর গোটা মার্কেট ঘুরে দেখেন, কি কি সুবিধার হয়েছে। দুই মন্ত্রীর পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধয়ক অভিষেক দেবরায়, উদয়পুর পর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজ সেবকরা। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২কোটি ৩০লক্ষ টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার মানুষের কল্যানে কাজ করছে। বিশেষ করে সকলের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে চায়। কর্ম সংস্থান ও সরকারি চাকরি এক নয়, কোন দেশেই প্রতিটি পরিবারে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই স্বনির্ভর করার জন্য সরকার কাজ করছে। কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের বর্তমান সরকারও মানুষের জন্য কাজ করছে। সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য। কৃষকদের উন্নতি হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব বলে জানান তিনি। মার্কেট নির্মাণের জন্য বর্তমান সরকার ৩০৩ কোটি প্রায় বরাদ্ধ করেছে। সেই সঙ্গে এই নব নির্মিত মার্কেটটি সঠিক ভাবে ব্যবহারের আহ্বান রাখেন। 
ওপরদিকে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজারবাগ এলাকা প্রথমে পঞ্চায়েতের অধীনে ছিল, পূর্বতন বাম সরকার এটিকে পুরপরিষদের অংশ হিসেবে নিয়ে এলেও এর উন্নয়ন করতে কোন উদ্যোগ গ্রহণ করেনি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে এই এলাকার উন্নতি হয়েছে। বর্তমান সকারের লক্ষ্য সমাজের উন্নতি করা। তার জন্য কাজ চলছে। এই মার্কেট প্রসঙ্গে তিনি বলেন, আগে যে সব ব্যবসায়ীদের কষ্ট করে ব্যবসা করতে হতো, তাদের অসুবিধার কথা চিন্তা করে সরকার সব সুবিধা যুক্ত এই মার্কেট করে দিয়েছে। যারা নতুন এই মার্কেটে ঘর পাবেন তারা যেন ভালো ভাবে যত্ন করে ব্যবহার করেন। 
পাশাপাশি এদিন গোমতি জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নব নির্মিত তিনতলা অফিসের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন, ফিতা কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ঘুরে দেখেন উপস্থিত অথিতিরা। নতুন ভবনের পাশেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার কৃষক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে মঞ্চে জেলার আট জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা দেওয়া হয়। তাদেরকে শালসহ আর বেশ কিছু সামগ্রী উপহার হিসেবে তোলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ