Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা সুন্দরী মন্দিরকে বিশ্বব্যাপী প্রচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর




আগরতলা, ২২ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বিশ্ব মানচিত্রে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
                        বহুল প্রতীক্ষিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্প আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বিকেল তিনটা নাগাদ প্রধানমন্ত্রী ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশবাসীর মঙ্গল কামনায় পুজার মাধ্যমে ত্রিপুরা সুন্দরী মন্দির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। ৫১ শক্তি পীঠের অন্যতম একটি এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির।

                   এই উপলক্ষে আয়োজিত কার্যক্রমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
                  ডাঃ সাহা রাজ্যের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং বিশ্ব মঞ্চে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি তুলে ধরার জন্য আন্তরিকভাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। 
                      এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আজ রাজ্যের ইতিহাসে আরো একটি মাইলফলক। আজ এই উদ্বোধনের ফলে দেশ ও বিদেশের অনেক পর্যটক ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসবেন। এটি রাজ্যের অন্যতম বিশিষ্ট ধর্মীয় পর্যটন কেন্দ্র। ব্যস্ত সময়সূচীর মধ্যেও প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের আন্তরিকতা, আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
                    তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩৪.৪৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া অতিরিক্ত আরো ১৭.৬১ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। আজকের এই উদ্বোধনকে ঘিরে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ