আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের দূরদর্শী নেতৃত্বে, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আইইএমএলগ্রেটার নয়ডায় আয়োজিত বায়োফ্যাচ ইন্ডিয়া ২০২৫ -এর ১৭তম আসরে অংশ নেয়। এই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন ত্রিপুরা অর্গানিক মিশনের মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা, যার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ফার্মার প্রোডিউসার কোম্পানির সদস্যরা। এ অংশগ্রহণ ত্রিপুরার অর্গানিক কৃষি ও কৃষকের ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করেছে। টুইবুংমা, জম্পুই ও ধলাই এফপিসি-র স্টলে প্রদর্শিত হয় ত্রিপুরার শ্রেষ্ঠ অর্গানিক পণ্যসমূহ—সুগন্ধি ধান, গন্ধরাজ লেবু, কুইন আনারস, আদা, হলুদ ও বার্ডস আই মরিচ।
স্টলগুলো প্রশংসা কুড়ায় থাইল্যান্ড, জার্মানি ও স্পেন থেকে আগত আন্তর্জাতিক দর্শকদের পাশাপাশি এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের, যিনি ত্রিপুরার অর্গানিক প্রচেষ্টাকে উচ্চ প্রশংসা করেন। এই অংশগ্রহণে ত্রিপুরার বাজার সংযোগ, ব্র্যান্ডিং ও রপ্তানি সম্ভাবনা আরও জোরদার হয়েছে এবং রাজ্যের ভাবমূর্তিকে দৃঢ় করেছে উত্তর-পূর্ব ভারতের এক উদীয়মান অর্গানিক কেন্দ্র হিসেবে। একই সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ হয়েছে রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী “অ্যাগ্রিকালচার ৬.০ ভিশন”-এর সঙ্গে, যা টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির দিশা দেখাচ্ছে।
0 মন্তব্যসমূহ