ঊনকোটি জেলা পরিষদের সহ-সভাপতি সন্তোষ ধর, কুমারঘাট পুর পরিষদের বিশ্বজিৎ দাস, পৌর কাউন্সিল কর্মশালার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের সফল সমাপ্তির জন্য ঊনকোটি জেলার ডি এফ ও কে. জি. রায়, উত্তর জেলার ডিএফও সুমন মল্লা এবং এভেরেইন গ্লোবালের শাবর্ণি রায় চৌধুরী; ড. সাভি শেন্ডের নিরলস প্রচেষ্টা করেন।
এই সম্পর্কিত বিভাগের প্রতিনিধিরা (বন, কৃষি, উদ্যানপালন, মৎস্য, উপজাতি কল্যাণ, গ্রামীণ উন্নয়ন, পর্যটন, ইত্যাদি), পঞ্চায়েত, জেলা স্তরের বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি (বিএমসি), শিক্ষাবিদগণ মূল স্টেকহোল্ডার হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা-মুখী পরিকল্পনা তৈরিতে তাদের মতামত প্রদান করার জন্য।
0 মন্তব্যসমূহ