Advertisement

Responsive Advertisement

২০৩০সাল পর্যন্ত রাজ্যের জৈব বৈচিত্র পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আগরতলা, ২৬ আগস্ট : ত্রিপুরা জৈব বৈচিত্র্য বোর্ডের মাধ্যমে এভেরেইনকে কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত রাজ্যের জন্য একটি জৈব বৈচিত্র্য কর্ম পরিকল্পনা (এসবিএসএপি) তৈরি করার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে। এভেরেইন গ্লোবাল সার্ভিসেস এবং উনকোটি ও উত্তর জেলার বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় একটি কর্মশালা। কুমারঘাটস্থিত ডিএফও উনকোটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এটি।
ঊনকোটি জেলা পরিষদের সহ-সভাপতি  সন্তোষ ধর, কুমারঘাট পুর পরিষদের বিশ্বজিৎ দাস, পৌর কাউন্সিল কর্মশালার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের সফল সমাপ্তির জন্য ঊনকোটি জেলার ডি এফ ও কে. জি. রায়, উত্তর জেলার ডিএফও  সুমন মল্লা এবং এভেরেইন গ্লোবালের শাবর্ণি রায় চৌধুরী; ড. সাভি শেন্ডের নিরলস প্রচেষ্টা করেন। 
এই সম্পর্কিত বিভাগের প্রতিনিধিরা (বন, কৃষি, উদ্যানপালন, মৎস্য, উপজাতি কল্যাণ, গ্রামীণ উন্নয়ন, পর্যটন, ইত্যাদি), পঞ্চায়েত, জেলা স্তরের বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি (বিএমসি), শিক্ষাবিদগণ মূল স্টেকহোল্ডার হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা-মুখী পরিকল্পনা তৈরিতে তাদের মতামত প্রদান করার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ