Advertisement

Responsive Advertisement

রাজীব ভট্টাচার্যের চিঠির প্রেক্ষিতে বিলোনিয়ায় দাঁড়াবে কাঞ্চনজঙ্ঘা




আগরতলা, ৮ আগস্ট: রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের প্রেক্ষিতে বিলোনিয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়াবে। এই খবরে খুশির জোয়ার দক্ষিণ জেলার মানুষের।
গত ১৪ মে ২০২৫ তারিখে রাজীব ভট্টাচার্য মহাব্যবস্থাপককে (গুয়াহাটি) একটি চিঠির মাধ্যমে শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া ও তেলিয়ামুড়া রেলস্টেশনে নতুন স্টপেজ দেওয়ার প্রস্তাবসহ কয়েকটি এজেন্ডা উপস্থাপন করেছিলেন। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল দক্ষিণ ও খোয়াই জেলার মানুষের রেলযাত্রা সহজ করা এবং যাত্রীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেওয়া।
তাই শুক্রবার বিলোনিয়া (জোলাইবাড়ী সহ) রেলস্টেশনে পরীক্ষামূলক স্টপেজ চালুর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। তাই তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগের ফলে ছাত্র-ছাত্রী, প্রবীণ, অসুস্থ যাত্রী, ব্যবসায়ী এবং সর্বসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন। এজন্য  কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এন.এফ. রেলওয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ