আগরতলা, ৮ আগস্ট : পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে শুক্রবার এক সাধারণ সভার আয়োজন করা হয়। পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা মিনারাণী সরকার ও স্বপ্না দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমারসহ জিলা পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগন, বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকগন এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা।
এদিনের বৈঠকে জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক পঞ্চায়েত ইত্যাদি এলাকাতে কৃষি সহ অন্যান্য যে সকল কাজকর্ম হচ্ছে। এই উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি কবে নাগাদ কাজ শেষ হবে এবং আগামী দিনে কি কি কাজ করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, দেশের মূলত তিনটি স্তরের সরকার রয়েছে কেন্দ্র রাজ্য এবং পঞ্চায়েত স্তরের সরকার। সবচেয়ে নিচে অথচ সবচেয়ে বেশি জনগণের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে চলেছে পঞ্চায়েত স্তরের সরকার। এই পরিস্থিতিতে জেলার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কাজকর্মগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ