আগরতলা, ৮ আগষ্ট: আগরতলায় কাজ শেষে শুক্রবার সন্ধ্যার ট্রেনে উত্তর জেলার ধর্মনগরে নিজ বাড়িতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন তিনি আগরতলা রেল স্টেশনের শৌচাগারে হঠাত অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তড়িঘড়ি তাকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে সেখানে উনাকে দেখতে ছুঁটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অধ্যক্ষকে রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন চিকিৎসকরা বলে খবর। জরুরি ভিত্তিতে তার অস্ত্রপ্রচার করা হবে বললেও জানা গিয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর। অধ্যক্ষের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও।
0 মন্তব্যসমূহ