Advertisement

Responsive Advertisement

নরেন্দ্র মোদীর চেষ্টায় বিদেশেও ভারতীয় ব্যবসায়ীরা সম্মান পাচ্ছেন: সুজিত রায়

এই নিউজের ভিডিও পেতে লিঙ্কে ক্লিক করুন
আগরতলা, ৯ আগস্ট : প্রতিবছর ৯ আগস্ট দিনটিকে জুড়ে "ট্রেডার্স ডে" হিসাবে উদযাপন করা হয়। এবছর এই দিবসের ৪৪ তম বর্ষ। সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে এই দিনটি পালন করা হচ্ছে। রাজ্যের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিন রাজধানীর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য কার্যকর্তা এবং সদস্যরা। 
 এই দিনটি তাৎপর্য বর্ণনা করতে গিয়ে সুজিত রায় বলেন, সারাদেশে প্রায় ২০ কোটি ব্যবসায়ী রয়েছেন। এখন দেশের ব্যবসায়ীরা বিদেশেও গিয়ে লগ্নি করছেন, বিভিন্ন দেশে ভারতীয় ব্যবসায়ীদেরকে অনেক সম্মান জানানো হয়, এই অবস্থানে পৌঁছানোর জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিদেশে ভারতীয় পণ্য রপ্তানির বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই জন্য সুজিত রায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরো বলেন সারা বছর ধরে তাদের সংগঠন মানুষের কল্যাণে কাজ করে। রাজ্যের সকল স্তরের ব্যবসায়ীদের নিয়ে তারা কাজ করছেন বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ