Advertisement

Responsive Advertisement

পাচারের সময় আগরতলা রেল স্টেশন থেকে নাবালিকা ও যুবক


আগরতলা, ৭ আগষ্ট : এক হিন্দু নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে আটক এক মুসলিম যুবক। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা যুবক এবং নাবালিকাকে আটক করে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেন। বৃহস্পতিবার পূর্ব আগরতলা মহিলা থানায় যুবকটির বিরুদ্ধে মামলা করেন নাবালিকার মা। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মহিলা থানার পুলিশ।
অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাতেও লাভ জিহাদ চলছে। মুসলিম যুবকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে হিন্দু যুবতীদের বহিরাজ্যে নিয়ে যাচ্ছে অথবা বিয়ে করছে। লাভ জিহাদ বন্ধে সজাগ রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। বুধবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাং দলের কার্যকর্তারা আগরতলা রেল স্টেশনে এক যুবক এবং নাবালিকাকে দেখতে পান। তাদের দেখে সন্দেহ হওয়ায় তারা নাবালক নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে নাবালক স্বীকার করে সে মুসলিম সম্প্রদায়ের এবং তার সাথে বসা নাবালিকাটি হিন্দু সম্প্রদায়ের। তখন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা তাদের আটক করে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেন। বৃহস্পতিবার নাবালিকাটির মা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তাদের সহযোগিতায় পূর্ব মহিলা থানায় অভিযুক্ত যুবকটির বিরুদ্ধে মামলা করেন। এদিন নাবালিকার না জানান, অন্যান্য দিনের মতো বুধবার বিকেল দুইটায় তার মেয়ে গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে যায় ।সাড়ে চারটের সময় মেয়ের বাড়িতে ফেরার কথা। বাড়িতে ফেরার পথে এই যুবকটি তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো জানান, তারা হিন্দু সম্প্রদায়ের এবং যুবকটি মুসলিম সম্প্রদায়ের। ঘটনার বিচার চাইতেই তিনি পূর্ব মহিলা থানায় মামলা করেছেন বলে জানান।
এই ঘটনার বিস্তারিত জানিয়ে বজরং দলের পশ্চিম জেলার সংযোজক কৌশিক পাল জানান, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল রাজ্যে লাভ জিহাদ বন্ধে সতর্ক রয়েছে। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মহিলা থানার পুলিশ। পুলিশ ধৃত নাবালক নাবালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানা থেকে পূর্ব মহিলা থানায় নিয়ে আসবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ