আগরতলা, ১২ আগস্ট : স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক তিরঙ্গা'র গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হল বাইক র্যালি। এই সুবিশাল বাইক এতে অংশগ্রহণ করলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহবানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়া দিল্লির ভারত মণ্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত এই সুসজ্জিত বাইক রেলির আয়োজন করা হয়। বাইক র্যালি থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সাফল্যমন্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
0 মন্তব্যসমূহ