Advertisement

Responsive Advertisement

বেলবাড়ি কৃষি মহকুমায় অনুষ্ঠিত হলো সামাজিক ফসল রোপন কর্মসূচি



আগরতলা, ১৬ আগস্ট: রাজ্যের কৃষকদের কৃষি কাজে সহায়তা করা ও উৎসাহিত করার জন্য কৃষি এবং কৃষক কল্যান দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় সামাজিক কৃষি চারা রূপন কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার পশ্চিম জেলার বেলবাড়ি কৃষি মহকুমার অন্তর্গত দক্ষিণ রাধানপুরে কমিউনিটি ধান চারা রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন স্থানীয় ডিংরা এফপিসির অধীনে হরিনারায়ণ জাতের ধানের চারা রূপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্ববদায়ক তুষার কান্তি দাসসহ কৃষি ও কৃষক কল্যান দপ্তরের অন্যান্য কর্মচারী এবং স্থানীয় কৃষকরা। 
পাশাপাশি এই এফপিসি'র অন্তর্গত এলাকায় জাতীয় তৈল বীজ চাষ স্কিমের অধীনে জমিতে চীনাবাদাম বীজ বপন, আদার প্লট আপেল এবং আনারসের প্লট তৈরী করা হয়েছে। এর আগেও বেলবাড়ি এলাকার একাধিক জায়গায় সামাজিক ধান রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির ফলে জাতি এবং জনজাতি অংশের কৃষকরা খুশি। আগামী দিনের এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ