Advertisement

Responsive Advertisement

রক্তদানের মধ্য দিয়ে সদর মহকুমা প্রশাসনের কর্মচারীরা দায়িত্বের পরিচয় দিলেন: ডি এম


আগরতলা, ১৬ আগস্ট : পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ সেবা মূলক কাজেও এগিয়ে আসেন নানা সরকারি কর্মচারীরা। এরই অংশ হিসেবে শনিবার স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিক এবং কর্মচারীরা। এদিন মহকুমা প্রশাসন অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস, সদর মহাকুমা শাসক মানিক লাল দাস, ব্যবসায়ীদের প্রতিনিধিদের তরফে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী তমাল পাল সহ অন্যান্যরা।
 এদিনের এই কর্মসূচি সম্পর্কে পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার বলেন, রাজ্য সরকারের তরফে আহ্বান জানানো হয়েছে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রাজ্যের রক্তের চাহিদা পূরণ করার। এই কর্মসূচিকে একটি জন আন্দোলনের রূপ দেওয়ার জন্যও সরকারের তরফে আহ্বান জানানো হয়েছে। এই আহবানের প্রেক্ষিতে এদিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেন সদর মহকুমা প্রশাসনের অফিসের কর্মীরা। এই কর্মসূচিতে মহকুমা শাসকের অফিসের কর্মচারীদের পাশাপাশি অংশ নিয়েছেন ব্যবসায়ি সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবী সদস্যরাও। এই কর্মসূচি একদিকে যেমন সমাজের রক্তের চাহিদা পূরণ করবে তেমনি সদর মহকুমা প্রশাসন সাধারণ মানুষের প্রতি কতটুকু দায়িত্বশীল এই বিষয়টিও তুলে ধরছে বলেও অভিমত ব্যক্ত করেন জেলা শাসক। 
উপস্থিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে রক্তদানের প্রতি উৎসাহিত করেন পাশাপাশি তাদেরকে রক্তদানের ব্যাজ পরিয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ