Advertisement

Responsive Advertisement

ডুকলি কৃষি মহকুমা শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি



আগরতলা, ১৬ আগস্ট: ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে ও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় ডুপ্লিকেসে মহাকুমায় প্রতি বছরের ন্যায় এ বছরও শুরুর করল ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কর্মসূচি। শনিবার এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য সুজাতা সরকার এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের আহ্বায়ক সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, ডুকলি কৃষি মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডঃ দেবব্রত পাল, ঢুকলে সমষ্টি উন্নয়ন ব্লকের বিডিও মানিক দেববর্মা, সেই সঙ্গে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদিত বোরো ধান কেনার জন্য রাজ্য সরকারের তরফে সহায়ক মূল্য রাখা হয়েছে কেজিপ্রতি ২৩ টাকা। এই কর্মসূচির সময়সীমার রাখা হয়েছে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। ধান বিক্রি সম্পর্কে স্থানীয় কৃষকরা জানান ধানের এমন উপযুক্ত দাম পেয়ে তারা খুবই খুশি এবং উপকৃত হয়েছেন। সারা রাজ্যের কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করার জন্য সরকারের এমন সহযোগিতা মূলক প্রকল্প সত্যিই প্রশংসা দাবি রাখে বলেও জানান। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে একদিকে যেমন ধান চাষের উৎসাহ বৃদ্ধি পেয়েছে তেমনি তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ