Advertisement

Responsive Advertisement

রাজ্যে এখন সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে: মুখ্যমন্ত্রী




আগরতলা, ১৯ আগস্ট: মানব শরীরের বিভিন্ন অঙ্গ দান করা সম্পর্কে সচেতনতার প্রয়োজন রয়েছে। এবিষয়ে সমাজে আরো বার্তা পৌঁছে দিতে হবে। রাজ্যে এখন সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। 

                              আজ প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে সামাজিক কাজের অংশ হিসেবে আগরতলার টিবি এসোসিয়েশন হলঘরে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
                                    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রক্তদানের মতো মহৎ দান কিছু হয় না। আর এই রক্তদানের পাশাপাশি এখন আমরা অঙ্গদানের জন্য চেষ্টা করছি। ত্রিপুরায় ইতিমধ্যে সফলভাবে তিনটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। যেটা আগে কোনসময় ভাবা যায়নি। যারা কিডনি দিয়েছেন তারাও সুস্থ আছেন, যারা নিয়েছেন তারাও সুস্থ আছেন। এই সংক্রান্ত বিষয় আরো প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে মোহন ফাউন্ডেশনের সঙ্গে মৌ হয়েছে। কিডনি ও লিভার দান সম্পর্কে সচেতনতার প্রয়োজন রয়েছে।শরীরের বিভিন্ন অঙ্গ দান করা যায়। এই সম্পর্কে আমাদের আরো চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। আইনজীবীদের মাধ্যমেও সমাজে এই বিষয়ে বার্তা পৌঁছে দিতে হবে। যেমন আজ আইনজীবীরা রক্তদানে এগিয়ে এসেছেন। এটা সমাজে একটা ভালো বার্তা যাবে। 
                                  মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মানুষের দান করার একটা প্রবৃত্তি রয়েছে। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা থেকেই এই মানসিকতা এসেছে। রক্তদান শিবির করার মধ্য দিয়ে আজ বিজেপি লিগ্যাল সেল একটা মহৎ উদ্যোগ নিয়েছে। আমাদের রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে। এরমধ্যে নেগেটিভ রক্তের গ্রুপ জনসংখ্যার শতকরা প্রায় ১৫% মানুষের থাকে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখা খুবই প্রয়োজন। আমাদের ১৪টি ব্লাড ব্যাংক রয়েছে। এরমধ্যে ১২টি সরকারি ও ২টি বেসরকারি। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ ব্লাড ব্যাংকগুলিতে রক্ত মজুতের বিষয়ে দেখভাল করছে। এখন রাজ্যে রক্তের শ্রেণী বিন্যাস করা যায়। রক্তদান করলে শরীরে একটা ঐশ্বরিক অনুভূতি চলে আসে। রক্তের কোন ধর্ম বর্ণ হয়না। এর মাধ্যমে মনে হয় যে আমরা সবাই এক। 

                                     অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের প্রভারি তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক সিনহা, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, লিগ্যাল সেলের কনভেনর বিশ্বজিত দেব সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ