আগরতলা, ৫ আগস্ট : রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ দল মঙ্গলবার মোহনপুর কৃষি মহকুমার অন্তগর্ত বিজয়নগর ও ঈষানপুর গ্রাম পঞ্চায়েত ভ্রমন করেন। বিশেষজ্ঞ দলে প্রতিষ্ঠানের যুগ্ম কৃষি অধিকর্তা ডঃ উত্তম সাহা, সহকারী কৃষি অধিকর্তা মিঠু রানী দেবনাথ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ক্ষেত্রীয় পরিদর্শনে কৃষি মহকুমার সুপার সৌমিত্র দাস, সেক্টর অফিসার অম্লান নাথ, জয়রুদ্র পাল, স্থানীয় প্রধান সঞ্জীব সরকার এবং গ্রাম সেবকেরা সক্রিয় অংশ নেন।
প্রথমে বিজয়নগরস্থিত প্রগতিশীল কৃষক সত্যেন্দ্র সূত্রধরের এককানি জমিতে ডি এস আর পদ্ধতিতে ধানের বীজ বপন সরাসরি বিশেষজ্ঞ দল মাঠে নেমে প্রদর্শন করান এবং তার বিজ্ঞান ভিত্তিক চাষবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখিত, এই পদ্ধতিতে যেমন অন্নদাতাদের ১৫-২০ দিন কম সময় লাগবে, তেমনি রোগপোকার হাত থেকে ও রক্ষা পাবে অনেকটাই।
ভারত সরকার ও রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ প্রয়াসে এই সরাসরি ধান বপন পদ্ধতি তথা সুসংহত পদ্ধতিতে কীট শত্রু দমনের প্রকৌশল আগামি দিনে রাজ্যের ধান চাষিদের মধ্যের উৎসাহ সঞ্চার করবে, তাতে সন্দেহ নেই।
বিশেষজ্ঞ দলটি পরে সদ্য লাগানো সরাসরি ধান বীজ বপন পদ্ধতি স্থানীয় ঈষানপুর পঞ্চায়েতের গোপী দেবনাথের ক্ষেত্র ও পরিদর্শন করেন।
0 মন্তব্যসমূহ