Advertisement

Responsive Advertisement

দানিয়েল দেববর্মার মৃত্যুর ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ কৃষি মন্ত্রীর


আগরতলা, ৪ আগস্ট : বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সোমবার পশ্চিম জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দানিয়েল দেববর্মা ও তাঁর বন্ধুদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
মন্ত্রী আজ কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা, বিএসি চেয়ারম্যান রণধীর দেববর্মা এবং কার্যকর্তা দের সাথে নিয়ে মৃত দানিয়েল দেববর্মার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। 
এছাড়াও তিনি ওই একই ঘটনার অন্য এক আহত যুবকের বাড়িতেও যান ও পরিবারের সঙ্গে কথা বলেন।
ঘটনার বিবরণ দিয়ে মন্ত্রী বলেন আমি তখন দিল্লিতে ছিলাম। আমার মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত একটি গ্রাম বিরমোহন এলাকায় দানিয়েল দেববর্মা নামের এক যুবক, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময় একদল দুষ্কৃতীর হাতে তাঁরা আক্রান্ত হন তৈরাজবাড়ি এলাকাতে । দানিয়েল গুরুতর আহত হন। পরদিন তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে জিবি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মন্ত্রী জানান এই ঘটনায় গোটা এলাকা শোক ও ক্ষোভে ফেটে পড়েছে। আমি এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। দোষীদের শাস্তি নিশ্চিত করতেই হবে।
তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে দোষীদের বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দোষীদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে । পরিবার ন্যায়বিচার চায়, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক।
মন্ত্রী বলেন আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি পুলিশ যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। আমরা আশাবাদী, দোষীরা খুব শীঘ্রই গ্রেফতার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ