Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে ২৫ জন ট্যুরিস্ট গাইড নিয়োগ


আগরতলা, ২৩ আগস্ট: ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (TTDCL) ট্যুরিস্ট গাইড পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ২৫টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, যার মেয়াদ প্রথমে ১১ মাসের জন্য নির্ধারিত।
যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক (ক্লাস ১০) উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে। 
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫টি পদের মধ্যে এসসি-৪, এসটি-৮, ইউআর-১৩টি পদ। এছাড়াও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে এবং ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত।
বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড় থাকবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১২,৫০০ টাকা নির্দিষ্ট সম্মানী পাবেন।
আবেদনকারীদের অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দার সংশাপত্র (PRTC) থাকতে হবে। আবেদন প্রক্রিয়া হবে Walk-In-Interview এবং ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে। আবেদনপত্র কেবল হাতে জমা দেওয়া যাবে, আগামী সোমবার থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের দপ্তরে।
আবেদনপত্রে নাম, পদের নাম, অভিভাবকের নাম, স্থায়ী ঠিকানা, পি.আর.টি.সি. নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, আধার নম্বর, অভিজ্ঞতা (যদি থাকে) এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর ও ইমেল আইডি উল্লেখ করতে হবে।
যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় হোয়াটসঅ্যাপ নম্বর এবং স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে। তবে কোনো প্রার্থী সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে তার আবেদন বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো প্রকার ভ্রমণ ভাতা (TA/DA) দেওয়া হবে না বলে জানিয়েছে TTDCL,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ