Advertisement

Responsive Advertisement

মহারাজগঞ্জ বাজারে বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা বিতরণ


আগরতলা, ১৩আগস্ট : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আহবানে সাড়া দিয়ে বুধবার মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন শ্রমিকদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করল বিজেপির সদর শহর জেলা আইটি ডিপার্টমেন্ট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্যরা।
৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের সাথে রাজ্যেও ২ আগস্ট থেকে তিন পর্যায়ে হরঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে ।এই কর্মসূচির তৃতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন শ্রমিকদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করে বিজেপির সদর শহর জেলা আইটি ডিপার্টমেন্ট ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই কম কর্মসূচি প্রসঙ্গে বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মহারাজগঞ্জ বাজার এলাকায় পথচারী ,বিভিন্ন শ্রমিক এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে ।তারা যেন নিজ বাড়িতে পরিবার-পরিজনদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন-এই লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক ভারতবাসীর কাছে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান রেখেছেন ।তিনি বলেন, জাতীয় পতাকা উত্তোলনে দেশাত্মবোধ জাগ্রত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে সাড়া দিয়ে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগেও রাজধানী এবং রাজ্যের বিভিন্ন স্থানে জনগণের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ