আগরতলা, ১৪ আগস্ট: ১৯৪৭ সালে দেশভাগ ছিলো স্বাধীন রাষ্ট্রের বুকে এক দগদগে ক্ষত। এর ফলে স্বভূমে পরবাসী হয় কোটি কোটি ভারতবাসী। তাদের আর্তনাদে ভারী ছিলো ভারতের আকাশ-বাতাস। ইতিহাসের এই ভয়ংকর স্মৃতি সম্পর্কে দেশবাসী বিশেষ করে নতুন প্রজন্মকে অবগত করার লক্ষ্যে প্রতিবছর 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' উদযাপন করা হয়। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে বিজেপির শহর সদর জেলা কমিটির উদ্যোগেও এই দিনটি উদযাপন করা হয় বৃহস্পতিবার। এই বিশেষ দিনে, ভারত মাতার সেই সকল সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলা রেডক্রস সোসাইটির পেক্ষা গৃহে আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য মহোদয়, বিজেপি সদর (শহর) জেলার সভাপতি অসীম ভট্টাচাৰ্য, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ীকা রানী সরকার সহ অন্যান্যরা। যারা রাতের বেলায় গৃহহীন হয়ে দেশ বিভাগের চরম ভয়াবহতার মুখোমুখি হয়েছেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন উপস্থিত সকলে, সেই নিরীহদের, যাদের বিভাজনে সবকিছু হারাতে হয়েছিল। আমাদের দেশ গঠনের পিছনে, লক্ষ লক্ষ মানুষের অকল্পনীয় ত্যাগ লুকিয়ে আছে যারা বিভাজনের স্বার্থে তাদের জীবন এবং ঘরবাড়ি উভয়ই উৎসর্গ করেছিলেন।
এই দিনে আবারও এই স্বপ্নপীড়িত মানুষের স্বপ্নের ভারতের অখণ্ডতা এবং স্বায়ত্তশাসন রক্ষা করে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
0 মন্তব্যসমূহ