আগরতলা, ১০জুলাই: বৃহস্পতিবার থেকে আগরতলায় শুরু হয়েছে দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ'র অনুষ্ঠান। রাজধানীর কুমারিটিলা এলাকার এস সি ই আর টি অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী রায় বলেন, এই কর্মসূচিটি ছাত্রীদের প্রতিবার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের প্রতিটি জেলাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে জেলাভিত্তিক হচ্ছে তারপর রাজ্যভিত্তিক এবং সবশেষে হবে জাতীয় স্তরের কর্মসূচি। জাতীয় স্তরের কর্মসূচিতেও রাজ্যের মেয়েরা নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন।
এই কর্মসূচিতে ছাত্রীরা তাদের বিভিন্ন ধরনের প্রতিভা যেমন নাচ-গান কবিতা ইত্যাদির পাশাপাশি বৈজ্ঞানিক মডেল নিয়েও হাজির হয়েছে।
0 মন্তব্যসমূহ