Advertisement

Responsive Advertisement

এফপিও গুলির সদস্যদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত



আগরতলা, ২২ জুলাই: ফার্মার প্রডিউসার কোম্পানির সদস্যদের কাজকর্মের প্রসাদ এবং আরো তোরান্বিত করার লক্ষ্যে চতুর্থ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
ত্রিপুরা রাজ্যে জৈব চাষে দেশের অন্যান্য সামনের সারির রাজ্যগুলির সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে "ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী"। এইজন্য প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্তে চাষীদের নিয়ে বৈঠক, জৈব চাষের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ এবং বিপণন সংক্রান্ত বিষয়ে কাজ করে চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলার এডি নগর এলাকার ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা, ডেপুটি ডিরেক্টর পিঙ্কু বাসাল দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। ফার্মার প্রোডিউসার কোম্পানির সদস্য চতুর্থ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার ১৩টি ফার্মার প্রোডিউসার কোম্পানির সদস্যরা শামিল হয়ে ছিলেন। কি করে অর্গানিক পণ্যগুলোকে বাজার যত করা যায় অধিক পরিমাণে উৎপাদন করা যায় ইত্যাদি বিষয়ে এই বৈঠকে বিভিন্ন কোম্পানির সদস্যদেরকে মূল্যবান পরামর্শ দেওয়া হয়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ