Advertisement

Responsive Advertisement

রাজ্যে প্রথম বারের মতো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির শুরু পশ্চিম জেলায়



আগরতলা, ৩ জুলাই: রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর শুধু আর্থিক অবস্থার উন্নতির জন্যই বর্তমান রাজ্য সরকার কাজ করছে এমনটা নয়, তাদের সার্বিক ভাবে যাতে মজবুত করা যায় এই বিষয়টির দিকেও বিশেষ নজর দিয়েছে সরকার। বিশেষ করে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো সব নির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য ৩ দিনের জেলা-স্তরের আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচী চলছে পশ্চিম ত্রিপুরা জেলায়। এই প্রশিক্ষণের লক্ষ্য হল স্বনির্ভর গোষ্ঠীর  সদস্যদের সচেতনতা, আত্মবিশ্বাস এবং জনসাধারণের উপর আক্রমণ এবং পারিবারিক সহিংসতার মতো বাস্তব জীবনের পরিস্থিতিতে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে তাদের ক্ষমতায়ন করা। প্রশিক্ষণে এস এইচ জি সদস্যদের উৎসাহী অংশগ্রহণ ছিল এবং কর্মকর্তা এবং বিশেষজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় এটি পরিচালিত হয়েছিল। গ্রামীণ মহিলাদের মধ্যে নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং প্রস্তুতি প্রচারে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম জেলা প্রশাসনের তরফে প্রথমবারের মতো রাজ্যে এ ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য স্বনির্ভর মহিলাদের তরফে ধন্যবাদ জানানো হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ