আগরতলা, ৩ জুলাই : পেঁচরাথল বিধানসভার অন্তর্গত নালকাটা গ্রামের বাসিন্দা সুমিতা চাকমা অসুস্থতার কারণে জিবি হাসপাতালে ভর্তি আছেন। এই খবর পেয়ে বৃহস্পতিবার জিবি হাসপাতালে ছুটে যান ওই এলাকার বিধায়কা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য সান্তনা চাকমা। মন্ত্রী ওনার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে জিবি হাসপাতালে গিয়েছিলেন। পাশাপাশি তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলে উনার শারীরিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। রোগিনী এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হন, বলেও জানিয়েছেন মন্ত্রী।
0 মন্তব্যসমূহ