Advertisement

Responsive Advertisement

৩৫ কোটি টাকায় মহারাজগঞ্জ বাজারে হবে অত্যাধুনিক মৎস্য বাজার



আগরতলা, ১৬ জুলাই : রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে অত্যাধুনিক ত্রিতল বিশিষ্ট মৎস্য বাজার নির্মাণ হতে চলেছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই বাজার নির্মাণ করবে। এর জন্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মডেল মৎস্য বাজার নির্মাণের আগে বুধবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ মৎস্য ব্যবসায়ীর সমিতির প্রতিনিধিরা। 
মন্ত্রী সুধাংশু দাস জানান, তাপসীলি জাতি কল্যাণ দপ্তরকে এই কাজে সহযোগিতা করবে মৎস্য দপ্তর। কারণ মৎস্য দপ্তরএর এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এই প্রকল্পের জন্যে প্রাথমিক ভাবে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ত্রিতল বিশিষ্ট এই মডেল মৎস্য বাজারে আধুনিক সব ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, ডম্বুরের মাছ রাজ্যেই এখন বিক্রির সিদ্ধান্ত নয়া হয়েছে। মাহারাজগঞ্জ বাজারে শীঘ্রই এপেক্স এর একটি কাউন্টার খুলে ডম্বুরের মাছ বিক্রি করা হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ