Advertisement

Responsive Advertisement

রানীখামারে এলাকায় ট্রাক ও স্কোরপিওর সংঘর্ষে আহত দুই জন




আগরতলা, ২৯ জুলাই : ট্রাফিক এবং পরিবহন দপ্তরের সতর্কতা মূলক প্রচারের পরও আবারো যান দুর্ঘটনা। আমতলী থানাধীন রানীখামার আচার্য পাড়ায় একটি ট্রাক ও স্করপিও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ২ জন আহত হন। স্কোরপিওটি খুব দ্রুত গতিতে ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ কাঁঠালতলী থেকে দ্রুত গতিতে তিনটি স্করপিও আসছিলো। সেই সময় একটি বালি বোঝাই ট্রাক উল্টো দিক থেকে আসলে একটি স্কোরপিওর সঙ্গে মুখোমুখি সঘর্ষ হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থল থাকে বাকি দুটি স্করপিও পালিয়ে যায়। পরবর্তী সময়ে আহত অবস্থায় গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যান বাইপাস সংলগ্ন চন্ডিমাতা এলাকার মনা দাস নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়ে বলেন প্রায়ই এই এলাকা দিয়ে নেশা সামগ্রী নিয়ে দ্রুত গতিতে বিভিন্ন যানবাহন চলাচল করে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় আমতলীথানার পুলিশ ।শুরু হয়েছে তদন্ত। তবে পুলিশকে ম্যানেজ করেই এই এলাকা দিয়ে নেশা সামগ্রীর পাচার চলে বলে অভিযোগ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ