আগরতলা, ২৯ জুলাই : উৎসবের মরশুম আসতে এখনো খানিকটা সময় রয়ে গেলেও অবৈধ বাজির কারবারিরা নানা রকম অবৈধ বাজি আনতে শুরু করেছেন। অভিযোগ এখন থেকেই শব্দ বাজি মজুদ করে উৎসবের দিনগুলিতে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা তাদের । যদিও পুলিশি অভিযানে অন্তত একটি ক্ষেত্রে ব্যর্থ অবৈধ বাজির কারবারিরা। আমতলী থানার পুলিশ পাচারকালে ১০ কার্টুন শব্দ বাজি বাজেয়াপ্ত করেছে। এর মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে ওসি জানিয়েছেন। যদিও কাওকে আটক করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় রুটিন চেকিং এর সময় একটি ছোট লরিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ASI অপূর্ব চক্রবর্তী। পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে। অভিযোগ আমতলী বাইপাস দিয়ে প্রতিনিয়ত অবৈধ সামগ্রী পাচার হচ্ছে। পুলিশ কিছু কিছু ক্ষেত্রে আটক করলেও অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন অবৈধ সামগ্রী নির্বিগ্নে পাচার করে নিয়ে যাচ্ছে অবৈধ ব্যাপারীরা। আমতলী থানার ওসি অবশ্য জানিয়েছেন আগামী দিনগুলিতেও তাদের অভিযান জারি থাকবে।
0 মন্তব্যসমূহ