আগরতলা, ২৯ জুলাই : জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, বাতানুকূল ব্যাবস্থাযুক্ত দালান বাড়ি, অফিস, ইত্যাদি নানা কারণে প্রকৃতি এবং পরিবেশ থেকে বেশ কিছু প্রাণী হারিয়ে যেতে বসেছে।তার মধ্যে চড়ুই পাখির নাম এই তালিকায় ওপরে রয়েছ এতে কোন সন্দেহ নেই।যে চড়ুই পাখির কিচির মিচির কলরবে একসময় ঘুম ভাঙতো বাড়ির লোকজনের, আজ তার জায়গা করেছে যান্ত্রিক শব্দের অ্যালার্ম। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্দ্যোগে রাজ্যের স্কুলগুলোতে যে ডি.এন.এ ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক বিভিন্ন কাজ করছে তার মধ্যে চড়ুই পাখির বাসা তৈরী করে বাড়ি ঘরের আশেপাশে লাগানো এবং চড়ুই পাখিকে পুনরায় প্রকৃতিতে যুক্ত করা অন্যতম। ডি.এন.এ ক্লাবের অন্তর্গত প্রত্যেকটি স্কুলের ছাত্র ছাত্রীকে এই রকম তালিকাভুক্ত ৮০ টি বিজ্ঞান বিষয়ক কাজ চার বছরে করতে হয়। এরই অঙ্গ হিসাবে আজ মোহনপুর গার্লস উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীরা ডি.এন.এ ক্লাবের ভারপ্রাপ্ত শিক্ষক চিন্ময় পাল ও স্কুলের অন্য দুই শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে গুর্খাবস্তিস্থিত ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তরে এবং মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের বিভিন্ন স্থানে চড়ুই পাখির বাসা স্থাপন করে। ছাত্রছাত্রীরা চড়ুই পাখির বাসা বিজ্ঞান সম্মত উপায়ে প্রকৃত প্রশিক্ষণ লাভের মাধ্যমে বানাতে সক্ষম। মোহনপুর উচ্চমাধ্যমিক গার্লস স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যৎ পরিবেশ রক্ষায় একটি বলিষ্ঠ পদক্ষেপ।
0 মন্তব্যসমূহ