Advertisement

Responsive Advertisement

আয়কর বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা শাসকের অফিসে


আগরতলা, ২৯ জুলাই: আয়কর প্রদানের বিষয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে দেশ জুড়ে কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে   পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কনফারেন্স হলে আয়কর সম্পর্কিত বিষয়গুলির উপর একটি কর্মশালা-সহ-প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা বিশাল কুমার। ভারত সরকারের আয়কর বিভাগের কর্মকর্তারা এবং তাদের রিসোর্স পার্সনরা এই অধিবেশন পরিচালনা করেন। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা আয়কর কর্তন এবং সম্মতি পদ্ধতির উপর আলোকপাত করে অংশগ্রহণ করেন। মূলত জেলার বিভিন্ন স্তরের মানুষদেরকে, বিশেষ করে আয় কর প্রদানকারী মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ