Advertisement

Responsive Advertisement

রাবার চাষীদের কথা চিন্তা করে সড়ক হয়েছে ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি


আগরতলা, ৫ জুলাই : প্রাকৃতিক রাবারের মূল্য কম হয়ে যাওয়ার কারণে ক্ষতি হচ্ছেন রাজ্যের রাবার চাষীরা। এই পরিস্থিতিতে রাজ্যের রাবার চাষীদের সহায়তা করার জন্য সরব হয়েছে সারা ভারত কৃষক সভার অন্তর্গত ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি। রাজ্যের রাবার চাষীদের স্বার্থে ১০ দফা দাবীকে সামনে রেখে শনিবার ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দাবী গুলি হল, রাজ্যের রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ৫০হাজার টাকা পরিচর্যা বাবদ ভতুর্কির ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েব সাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করতে হবে,রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সার ভতুর্কিতে সরবরাহ করতে হবে, রাবার চাষিদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিকেট ফ্রিতে প্রদান করা, গরীব ও মাঝারি চাষিদের রুলার মেসিন এবং ধোয়া ঘর তৈরীতে ৫০শতাংশ ভতুর্কি দিতে হবে ইত্যাদি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ