Advertisement

Responsive Advertisement

ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের হাতে আটক ছিনতাইকারী



আগরতলা, ৬ জুলাই: ধারালো অস্ত্র দেখিয়ে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনার জড়িত এক ছিনতাইকারীকে আটক করল পুলিশ। ছিনতাইয়ের  ঘটনাটি সংঘটিত হয়েছিল, শনিবার রাজধানীর চন্দ্রপুর এলাকায়। ধৃত চোরের নাম বিশ্বজিৎ তাঁতি। তার বাড়ি মান্দাই থানাধীন লক্ষীলুঙ্গা এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, শনিবার এগারোটা নাগাদ দুই যুবক চন্দ্রপুরস্থিত বিশাখা দেবনাথের বাড়িতে যায় এবং প্রথমে জানায় তারা বিশাখা দেবনাথের বাড়িঘর পরিষ্কার করবে তারা। তখন মহিলা রাজি হননি। কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত দুই যুবক ধারালো অস্ত্র দেখিয়ে মহিলার গলার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময় থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ মহিলার কাছ থেকে বিবরণ নিয়ে আগে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের তালিকা বের করে বিশ্বজিৎ তাঁতিকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণের চেন। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে অন্য অভিযুক্তের নাম জানতে পারবে বলে অভিমত পুলিশের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ