Advertisement

Responsive Advertisement

রাজ্য মন্ত্রী সভার ১২ তম সদস্য হিসেবে শপথ নিলেন কিশোর


আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা রাজ্যের বর্তমান মন্ত্রিসভার ১২ তম সদস্য হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মন। বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজভবনের দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। মন্ত্রী হিসেবে ভগবানের নামে বাংলায় শপথ নেন কিশোর বর্মন। শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নব নিযুক্ত মন্ত্রী কিশোর বর্মন বলেন, এত বড় দায়িত্ব তাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সফল সদস্যদের প্রতিকৃতজ্ঞতা জানান। তাকে যে সকল দায়িত্ব দেওয়া হবে তা তিনি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করবেন বলেও অভিমত ব্যক্ত করেন। ত্রিপুরা রাজ্যে বর্তমানে মোট ৬০টি বিধানসভা আসন রয়েছে, এই হিসেবে মোট ১২ জন মন্ত্রিসভার সদস্য হতে পারেন। এদিন কিশোর বর্মনের শপথের মধ্য দিয়ে ১২ জনের মন্ত্রিসভা সম্পূর্ণ হলো। এই মন্ত্রীরা হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, টিংকু রায়, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, শুক্লাচরণ নোয়াতিয়া, অনিমেষ দেববর্মা, বৃষকেতু দেববর্মা এবং সর্বশেষ কিশোর বর্মন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ