ডঃ শ্রীমন্ত রায়
ন্যাশনাল ক্যামেরা ডে — প্রতি বছর ২৯ জুন পালিত হয় — এটি শুধু একটি যন্ত্রকে শ্রদ্ধা জানানো নয়, এটি এক একটি মুহূর্তকে থামিয়ে রাখা, না বলা গল্পকে বলার, এবং অনুভবকে ধরে রাখার এক বিশেষ দিন। পুরোনো ফিল্ম ক্যামেরা হোক বা আধুনিক ডিজিটাল ডিএসএলআর বা স্মার্টফোন – ক্যামেরার লেন্স আমাদের চোখের এক্সটেনশন হয়ে উঠেছে, যা আনন্দ, বেদনা, বিস্ময় এবং সত্যকে প্রতিটি ফ্রেমে বাঁচিয়ে রাখে।
প্রকৃতির নীরবতা, মানুষের এক ঝলক অভিব্যক্তি কিংবা ব্যস্ত শহরের গতি – যাঁরা এসব ক্যামেরার চোখে ধরে রাখেন, সেই সব ফটোগ্রাফার, ছবিপ্রেমী এবং চিত্রসাংবাদিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আপনারা পৃথিবীকে শুধু যেমন আছে তেমন নয়, যেমন অনুভব করা যায় — সেইভাবে দেখেন। এক ক্লিকে জীবনের গল্প বলে যান। আজকের দিনটি আপনাদের জন্য।
0 মন্তব্যসমূহ