Advertisement

Responsive Advertisement

জরুরি অবস্থার কালো অধ্যায় সম্পর্কে মক পার্লামেন্ট করবে মহিলা মোর্চা




আগরতলা, ২৯ জুন : দেশে জরুরি অবস্থার ৫০বছরের কালো অধ্যায় নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি। সোমবার মক পার্লামেন্ট'র আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এই মক পার্লামেন্ট'র আয়োজন করা হবে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা ও প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
রবিবার দলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থার এই কুফল এখনো ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি। সেদিন সংবিধানকে হত্যা করা হয়েছিল। জরুরি অবস্থার এই দিনগুলি ছিল কালো অধ্যায়। দেশের বর্তমান যুব সমাজকে এসম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ। তিনি আরো জানান, নতুন প্রজন্মের মহিলাদের রাজনীতির অঙ্গনে প্রবেশে উৎসাহিত করতে ২০২৩ সালে নারী শক্তি বন্ধন অধীনিয়ম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবেই এই মক পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ