মহারানী অহিল্যাবাই হোলকর'র জন্মদিনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
মে ১৭, ২০২৫
আগরতলা, ১৭ মে : আগামী ৩১ মে ”পুণ্যশ্লোক” মহারাণী অহিল্যাবাই হোলকর'র জন্মদিন। এই উপলক্ষে বিজেপির তরফে ২১মে থেকে ৩১ মে পর্যন্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি মন্ডল এমন কি বুথ পর্যায়ে পর্যায়ে কর্মসূচি পালন করা হবে। রাজ্যেও যাতে সুষ্ঠুভাবে এই কর্মসূচি করা যায় তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির উদ্যোগে শনিবার আগরতলায় এক কর্মশালার আয়োজন করা হয়। গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় পৌরহিত্য করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক এবং সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রমুখ। সেইসঙ্গে অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সারা রাজ্যে যাতে সুষ্ঠুভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হয় এআহ্বান রাখা হয়েছে কার্যকর তাদের তরফে।
0 মন্তব্যসমূহ