Advertisement

Responsive Advertisement

পূর্ব আগরতলা থানার উদ্যোগে চুরি যাওয়া সামগ্রী ফিরে পেলেন মালিকরা



আগরতলা, ২৯ এপ্রিল : গত দুই মাসে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা চুরি যাওয়া বাইক স্কুটি,গাড়ি, স্বর্ণালংকার এবং গ্যাস সিলিন্ডার মঙ্গলবার আদালতের নির্দেশে সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানা কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে সাতটি বাইক, একটি স্কুটি, একটি মারুতি গাড়ি, ৪০০ গ্রাম স্বর্ণালংকার এবং তিনটি গ্যাসের সিলিন্ডার।চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্টরা।
গত দুই মাসে পূর্ব আগরতলা থানার অধীন বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক ও স্কুটি চুরি হয়। চুরি হয় একটি মারুতি গাড়ি এবং একাধিক বাড়ি থেকে বিভিন্ন স্বর্ণালংকার ও গ্যাসের সিলিন্ডার। সংশ্লিষ্ট চুরির ঘটনার অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে তদন্ত শুরু করে। তদন্ত চালিয়ে পুলিশ সাতটি চুরি যাওয়া বাইক, একটি স্কুটি, একটি মারুতি গাড়ি, ৪০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার এবং তিনটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করতে সমর্থ হয় ।চুরি যাওয়া এই জিনিসগুলি আদালতের নির্দেশে মঙ্গলবার সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয় ।এই উপলক্ষে পূর্ব থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, অতিরিক্ত পুলিশ সুপার এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, আদালতের নির্দেশ মতোই উদ্ধারকৃত জিনিসগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী গুলির মোট বাজার মূল্য আনুমানিক এক কোটি পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।
চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট বাইক, স্কুটি , মারুতি গাড়ি, সর্ণালংকার এবং গ্যাসের সিলিন্ডারের মালিকরা। তারা পূর্ব থানার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। এই ধরনের ঘটনায় পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ