আগরতলা, ৫ মার্চ : বুধবার রাজধানী আগরতলার অরুন্ধতীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বক্তব্য রাখতে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন। এতে করে ছাত্র- ছাত্রছাত্রীরা সুস্থ দেহের অধিকারী হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অলক রায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক বৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা নৃত্যের পাশাপাশি যোগা প্রদর্শন করে। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র, স্থানীয় কর্পোরেটর সহ আমন্ত্রিত অতিথিরা।
0 মন্তব্যসমূহ