আগরতলা, ৫ মার্চ : আগামী ৯মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বর্তমান রাজ্য বিজেপি সরকারের গৌরবময় দুই বৎসর পূর্তি উপলক্ষে বিশাল জনসমাবেশকে সামনে রেখে অমরপুর মন্ডলের সুখসিমা পাড়ায় বাবা গড়িয়া মন্দির প্রাঙ্গণে কিষান মোর্চা আয়োজিত এক সভায় এই অভিমত ব্যক্ত করেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। প্রদীপ প্রজ্জলন করে সভার শুভারম্ভ করেন শান্তি কালী আশ্রমের উপাধ্যক্ষ গয়ামনি মহারাজ মহাশয় উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চা প্রদেশ কমিটির সম্পাদক বীরসিং জমাতিয়া অমরপুর বিএসি চেয়ারম্যান রবিন্দ্র জমাতিয়া বিশিষ্ট সমাজসেবী বিলম্ব সাধন জমাতিয়া প্রমূখ। সভায় স্বাগত ভাষণ রাখেন সভার সভাপতি কুটিলা কুমার জমাতিয়া। প্রদেশ কিষান মোর্চার সম্পাদক বীরসিং জমাতিয়া উনার ভাষণে বিজেপি সরকারের আমলে জনজাতি কৃষক বিশেষ করে জুম চাষীদের যে প্রভূত উন্নতি হয়েছে তার বিস্তৃত বর্ণনা করেন। অমরপুর বিএসসি চেয়ারম্যান রবিন্দ্র জমাতিয়া উনার ভাষণে গত সাত বছরে অমরপুরের কি কি উন্নতি হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আগে জনজাতি এলাকা অবহেলিত ছিল এখন সেটা নেই রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা সবকিছুতেই সমান উন্নতি হচ্ছে। প্রধান অতিথির ভাষণে বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি বলেন, ত্রিপুরার জনজাতি সমাজ আজ উপলব্ধি করতে পারছেন বিগত সরকারের আমলে উনাদের পরিস্থিতি কি ছিল যুবক ছেলেদের কে বিপথগামী করে দেওয়া হয়েছিল কত সন্তান মা এর কুলে আর ফিরে আসেনি। এখন সব জায়গায় শান্তির বাতাবরণ এটাই হচ্ছে বিজেপি সরকার আজ পাহাড়ে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে শুধু ট্রেডার মাধ্যমে ত্রিপুরার প্রত্যন্ত ২৭৪টি জনজাতি পাড়ায় সরকার সোলার বিদ্যুতের ব্যবস্থা করেছেন। সৌরশক্তিকে কাজে লাগিয়ে জুম চাষী ভাইবোনদের বাড়িতে বিদ্যুৎ ও পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বর্তমান সরকারের জনজাতি সমাজের প্রতি দায়বদ্ধতা। পামওয়েল প্রজেক্টকে কাজে লাগিয়ে সরকার জুম চাষি ভাই-বোনদের অর্থনৈতিক স্বয়ংবরতার ব্যবস্থা করছেন। তিনি কেন্দ্রীয় রাজ্য সরকারের জনজাতি কল্যাণের বিভিন্ন পরিকল্পনার বিস্তারিত আলোচনা করেন, এবং আগামী ৯ মার্চ আগরতলা আস্তাবল ময়দানে বর্তমান সরকারের গৌরবময় দুই বৎসর পূর্তি উপলক্ষে যে বিশাল জনসভা আহবান করা হয়েছে সেই জনসভায় বিরাট সংখ্যক জনজাতি ভাই-বোনদের উপস্থিত থাকার জন্য তিনি আবেদন জানান। ৯ মার্চের সভা প্রমাণ করবে যারা সরকারের বিরুদ্ধে আগরতলা শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ষড়যন্ত্র ও কুৎসা রটান তারা ত্রিপুরাতে কোন ঠাসা হয়ে গেছেন ত্রিপুরার জাতি জনজাতি সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সভার শেষে উপস্থিত কস্কো ফারমার্স ক্লাবের উদ্যোগে দেড়শতাধিক জুম চাষী ভাই-বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ