মাধুরী লোধ 
পাতা ঝরে ধূলো উড়ে সাধু টিলার আঙ্গিনায়।
কবি গল্পকাররা আসেন কথা বলেন গল্প কবিতায
সাধু সন্ন্যাসীর মেলে না দেখা , মানুষ মানুষের হয় সম্মিলন ।
আসেন মানুষেরা দলে দলে আমলী ঘাট ভিউ কবিতা উৎসব
এ যেন মেলা মহা মেলা চারদিকে সাজ সাজ রব ।                     টিলাভূমি হয় সতেজ সরব জীবন পথের মহা কলরব ।
এসে যান গোমতী মুহুরী হাওড়া খোয়াই, চলে আসেন গৌরা নদী মহামায়া পেলেন ঠাঁই
খানা পিনা নাচ গান কতো কবি কতো ছবি যে যার মতো
ভরে নিলেন ঝোলায় যার যা পছন্দ কতো কতো শত শত।
সাধু সন্ন্যাসীর পূন্য ভূমিতে   আছেন  গাজী নামার ইতিবৃত্ত ইতিহাস
পড়তে চাই ইতিহাসের আঁতুর ঘরের কাহিনী লিখতে চাই সবিস্তারে উপন্যাস ।
 
0 মন্তব্যসমূহ