এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, প্রদেশ আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত সংগঠনের মহিলা সদস্যরা। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের এই কর্মসূচি সূচনা করেন সর্বাণী ঘোষ চক্রবর্তী। মূলত রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নারীদের অধিকার এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে আগামী দিনে মহিলা কংগ্রেসের উদ্যোগে কি কি আন্দোলন কর্মসূচি গৃহীত হবে এই নিয়েও আলোচনা করেন উপস্থিত বক্তারা।
0 মন্তব্যসমূহ