Advertisement

Responsive Advertisement

দূর্গা পূজা উপলক্ষে ঈশ্বর পাঠশালায় বস্ত্র বিতরণ


আগরতলা, ৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলার কলেজটিলাস্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে সমাজসেবী রনজিৎ সাহা ও তাঁর সহধর্মিনী ডক্টর প্রণতি মোদকের উদ্যোগে যোগেন্দ্র নগরের ৫০ জন অতি দূঃস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জওহর সাহা। শ্রী সাহা ও সুশ্রী মোদকের উদ্যোগে দুস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করার উদ্যোগকে সাধুবাদ জানান জওহর সাহা। 
এই অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য্য, ঈশ্বর পাঠশালার প্রধান শিক্ষিকা রুপা চক্রবর্তী, সম্পাদক সুমন নাথ, ত্রিপুরা হটিকালচার কর্পোরেশনের বোর্ড অফ ডাইরেক্টর খোকন রায়, অজিত কুমার পাল ও অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ