Advertisement

Responsive Advertisement

ত্রিপুরায় এমন সুদৃশ্য সেতু দেখে অবাক সকলেই



আগরতলা, ৬ অক্টোবর : আপনাদের চোখের সামনে পর্দায় যে ঝুলন্ত সেতু দেখছেন, এত সুন্দর সেতু দেখে কি মনে হচ্ছে দূরে কোন ভিন জায়গার সেতুর ছবি? যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। না এটা বিদেশ বা ভারতে অন্য কোন রাজ্যের নয়, এই সেতুটি নির্মিত হয়েছে ত্রিপুরাতেই। রাজ্যের অন্যতম সুন্দর এক পর্যটন কেন্দ্র হচ্ছে ডুম্বুর লেক এবংনারকেলকুঞ্জ। ডুম্বুর লেকের মধ্য দিয়ে নৌকায় চড়ে নারকেল কুঞ্জে যাওয়ার পাশাপাশি সরাসরি গাড়িতে করেও যাতে নারিকেল কুঞ্জে পৌঁছানো যায় তার জন্য রাজ্য সরকারের তরফে সুদৃশ্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে সেতুটির উদ্বোধন করা হবে। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলি শেয়ার করে এই কথা জানিয়েছেন। এই সেতুটি রাজ্যের পর্যটন বিকাশে নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে থাকবে বলেঅভিমত অনেকের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ