আগরতলা, ২ অক্টেবর: রাজধানী আগরতলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই যাওয়া ১১টি স্বর্ণের চেন সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে। এই চিন্তায় ভাবদের আটক করে এনসিসি থানার পুলিশ।
এনসিসি থানার পুলিশ জানিয়েছেন, বেশ কিছু দিন যাবৎ এডিনগর, রামনগর, জিবি বাজার সহ বিভিন্ন জায়গায় থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল রাজধানীর বিভিন্ন থানা গুলোতে। এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ এবং পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে চোর চক্রর দুই সদস্যকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সঙ্গে চুরি যাওয়া ১১টি স্বর্ণের চেন উদ্ধার করা হয় চোরেরদের কাছ থেকে। এই ছিনতাইবাজরা মূলত প্রাত:ভ্রমণে বের হওয়া মহিলাদের টার্গেট করত। নির্জন জায়গায় একা মহিলাদের দেখলে। দ্রুত গতিতে বাইক নিয়ে এসে গলার থেকে চেন ছিনতাই করে পালিয়ে যেত। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
0 মন্তব্যসমূহ