Advertisement

Responsive Advertisement

বিজেপি মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী নতুন নগরে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন




আগরতলা, ৩০ সেপ্টেম্বর : ভারতীয় জনতা মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী ভাঙাঠি শ্রীনিভাষন দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রাজ্যে এসেছেন। সেবা পাক্ষিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার নতুননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি এদিন অঙ্গনওয়াড়িতে পাঠরত শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি নিজ হাতে শিশুদের মুখে পুষ্টিকর আহার তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় সভানেত্রীর পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভার নেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন।
এদিনের এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকার বহু লোকজন বিশেষ করে মহিলা এবং শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ