Advertisement

Responsive Advertisement

বিএমএস'র পশ্চিম জেলা কমিটির কনভেনশন অনুষ্ঠিত আগরতলায়


আগরতলা, ২৯ সেপ্টেম্বর : ভারতীয় মজদুর সংঘ তথা বি এম এস'র পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রবিবার এক দিনের কনভেনশন হয়। রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই কনভেনশন। জেলা প্রশাসন ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্মীদের নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় মজদুর সংঘের বিচার ধারা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষেই এই ধরণের অনুষ্ঠান বলে জানানো হয়। উক্ত কর্মসূচিতে উপস্তিত ছিলেন বি এম এস এর পশ্চিম জেলা সভাপতি উত্তম সরকার, রাজ্য প্রভারী নীল রতন সরকার, দীপঙ্কর দত্ত সহ অন্যান্য। কর্মসূচীর মজদুর সংঘের আদর্শ ও বিচার ধারা, কর্ম পদ্ধতি, সাংগঠনিক দিক এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিনের এই কনভেনশনকে ঘিরে সংগঠনের সদস্য সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ